শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অপকর্ম করলে ছাড় নয়, রথী-মহারথীদের কমিটিও ভেঙে গেছে : শাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৮, ১৮ জানুয়ারি ২০২৫

অপকর্ম করলে ছাড় নয়, রথী-মহারথীদের কমিটিও ভেঙে গেছে : শাহেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেছেন, তারেক রহমান সিনিয়র ও প্রভাবশালী নেতাদেরও ছাড় দেয়নি। অপকর্মে জড়িত থাকলে কেউ ছাড় পাবেন না। অনেক রথী-মহারথীদের কমিটি ভেঙে দেয়া হয়েছে, বহিষ্কার হয়েছে। আপনারা আপনাদের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) মহানগর যুবদলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাস থাকবে না। আমরা কথায় কথায় ওসমান পরিবার সন্ত্রাস একথা বলি। ওসমান পরিবার যে সন্ত্রাস ও দুর্নীতিগ্রস্থ এটা সারা বাংলাদেশ জানে। নারায়ণগঞ্জের কিছু সুশীল ও মিডিয়া শুধু ওসমান পরিবারকে গডফাদার বলে। কিন্তু রেললাইনের এপারে যে গডমাদার আছে তার কথা তারা বলে না। তারা আবারও এই গডমাদারকে পুনর্বাসনের পাঁয়তারা করতে চায়।

তিনি বলেন, গতকাল আমাদের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, গডমাদারকে কেন গ্রেফতার করা হচ্ছে না। নারায়ণগঞ্জে দোসররা পায়তারা চালিয়ে যাচ্ছে। সেখানে কিছু দোসর মিডিয়া আছে, কিছু সুশীল সমাজ আছে। নারায়ণগঞ্জের বুকে গডফাদার হোক আর গডমাদার হোক, তাদের প্রতিষ্ঠিত করতে দেব না। 

শাহেদ বলেন, এই সেতুর নাম (নাসিম ওসমান সেতু) পরিবর্তন করতে হবে। এখানে কয়েকবছর আগে গডফাদারের ভাতিজা গোলাগুলি করেছিল। এখানকার স্থানীয় এক চেয়ারম্যানের ছেলে এ ঘটনায় মারাও গেছে। তারা প্রথমে মামলা করলেও পর তা তুলে নেয়।

আরো পড়ুন