রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনেই প্রস্তুত বিএনপির নবীন প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৮, ১৮ জানুয়ারি ২০২৫

জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনেই প্রস্তুত বিএনপির নবীন প্রার্থীরা

প্রতীকী ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মাঠের রাজনীতিতে সরব হয়েছেন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন প্রার্থীরা। এ দৌড় থেকে পিছিয়ে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এবার জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে ইতোমধ্যে প্রস্তুত নিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নবীন ও তরুণ নেতারা। 

জেলার ৫টি নির্বাচনী আসনে দলের তরুণ নেতাদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। এর মাঝে অনেকে আছেন যারা মনোনয়ন না পেলেও চাইছেন আলোচনায় থাকতে যেন ভবিষ্যতে তাদের মনোনয়নের পথ সুগম হয়। 

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের ৫টি আসনেই দলের তরুণ যারা বিগত দিনে রাজপথে লড়াই সংগ্রাম করেছে তারা প্রার্থী হতে আগ্রহী। দলের প্রয়োজনে যদি তরুণদের দল সামনে এগিয়ে দেয় তাহলে তারা মনোনয়ন পত্র কিনতে চান। তবে তারা বলছেন, এ ক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করবে সবাই। 

এদিকে তারুণ্যের এত বড় আন্দোলনের পর দল থেকে তরুণদের মূল্যায়ন বাড়বে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এক্ষেত্রে ৫টি আসনের একটি কিংবা দুটি তরুণ প্রার্থীদের কাছে দেয়া হোক এমন প্রত্যাশাও রয়েছে তাদের। 

দলীয় একাধিক সূত্র জানায়, এবার ৫টি আসনেই দলের একাধিক প্রার্থী যারা তরুণ তারা প্রস্তুত আছেন। যদি দল তরুণদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় তাহলে তারা প্রার্থী হতে চাইবেন।