রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করবো না : ফারকী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৬, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:৫১, ১৮ জানুয়ারি ২০২৫

আমরা ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করবো না : ফারকী

সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন

বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমরা নিজেরা নিজেদের পাশে দাঁড়াবো কার ধর্মীয় পরিচয় কী সেটা মূখ্য নয়। আমাদের সরকারের ফিলসফিও এটাই। আমরা ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করবো না।

শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, পাঁচ আগষ্টের পর আমরা একটা ভিন্ন পরিস্থিতিতে আছি। পাঁচ তারিখের পর কোথাও আমরা পুলিশ ফোর্স দেখিনি। আমরা তখন মুসলমানরা হিন্দুদের মন্দির পাহাড়া দিয়েছি। আমরা নিজেদের মহল্লা পাহাড়া দিয়েছি। আমরা নিজেরা নিজেদের পাশে দাঁড়িয়েছি। এটাই বাংলাদেশ।

তিনি আরো বলেন, ঐতিহাসিক জায়গা গুলোতে মিউজিয়ামসহ নানা কিছু হচ্ছে। রিজার্ভেশন করে ফেলে রাখায় অনেক সময় এটা নষ্ট হয়ে যায়। রিজার্ভেশনের পাশাপাশি এই সাইটগুলো ব্যাবহার হলে, মানুষ এখানে ঘুরতে আসলে প্রতিনিয়ত তখন এটা মেন্টেইনও হয়। সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা সেটা নিয়ে কাজ করবো।