পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি আইয়ুব খান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও এলাকায় বিভিন্ন অপরাধের গডফাদার কাঞ্চন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি আইয়ুব খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আইয়ুবকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান জেলা পুলিশের জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।
এর আগে শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গ্রেফতারকৃত আইয়ুব খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষদের জমি জবরদখল, মানুষের উপর হামলা, মিথ্যা মামলায় হয়রানীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা ছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ ৪টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শিক্ষার্থী জানান, ৪ আগস্ট কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইয়ুব খান, সাবেক কাউন্সিলর পনির ও আওয়ামী নেতাদের নেতৃত্বে সন্ত্রাসীরা স্বশস্ত্র হামলা করে।