মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৪, ১৯ জানুয়ারি ২০২৫

কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমি মহানগরীর সকল নেতাদের বলব কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন। শহীদ জিয়াউর রহমান বারবার বলেছেন। দলে কোন চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যাবসায়ীর জায়গা নেই। আসুন আমরা শপথ করি। দলের ভেতর যত বড় দালালই ঘাপটি মেরে থাকুক। সে যত বড় সন্ত্রাসী হোক, আমরা তাদের প্রশ্রয় দেবো না।

শনিবার (১৯ জানুয়ারি) শহরের মিশনপাড়া এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি ১৯ দফার মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তির সনদ এনে দিয়েছিলেন। যারা বাংলাদেশকে ভালবাসে বাংলাদেশী আদর্শে বিশ্বাসী তাদের সকলকে জিয়াউর রহমানের আদর্শকে লালন করতে হবে। শহীদ জিয়ার জন্ম না হলে হয়ত আমরা বাংলাদেশ পেতাম না। একটি তলাবিহীন ঝুড়িকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিতে পারতাম না। 

শহীদ জিয়া বেঁচে থাকলে হাসিনার মত ফ্যাসিস্টের জন্ম হত না। আমরা শুধু জিয়াউর রহমানকে স্মরণ না করে নিজেদের তার মত সৎ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলি। 

গত ষোল বছর আমরা যারা তারেক রহমানের ডাকে রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম। আমাদের অনুরোধ, নারায়ণগঞ্জের কোন গডফাদারের দোসরকে আপনারা আপনাদের আশেপাশে রাখবেন না। কোন দলীয় পদে তাদের অধিষ্ঠিত করবেন না।

তিনি বলেন, আমরা ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাত চাই। আপনারা আপনাদের ত্যাগের ফলাফল কোন দালালের হাতে তুলে দিয়েন না।