ফতুল্লা থানার বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার
জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানার বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, শেখ মুজিব ২৫ তারিখে স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তান চলে গিয়েছিল আমার নেতা ২৬ শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছে, তাই এই মহান নেতার জন্মবার্ষিকীতে একটি কথা বলতে চাই, শেখ মুজিব যেখানে ব্যর্থ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে সফল।
রবিবার (১৯শে জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে তিনি একথা বলেন।
বাকশালী শাসনের কথা উল্লেখ করে রুহুল আমিন সিকদার বলেন, শেখ মুজিব সাড়ে তিন বছরে বাকশাল কায়েম করেছে, গণতন্ত্র হরণ করেছে। আমার নেতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে তিন বছরে আমরা যা দেখতে পেয়েছি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে বাংলাদেশে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে।
জন্মবার্ষিকীতে ফতুল্লা থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হাজী শহীদুল্লাহ, রুহুল আমিন সিকদার, আকবর আলী সুমন, নজরুল ইসলাম প্রধান, জাকির হোসেন রবিন, আব্দুল খালেক টিপু, সাগর সিদ্দিকী, জুয়েল আরমান প্রমুখ।