মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৪, ২০ জানুয়ারি ২০২৫

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া

আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বাধীনতার  ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯ তম জন্ম বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বন্দরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারী) বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যাগে বন্দর থানার সোনাকান্দাস্থ সাবেক কাউন্সিলরের কার্যলয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ আহাম্মেদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার সম্ভাব্য সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম জয় এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি বন্দর থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আহম্মেদ আলী।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার সম্ভাব্য সাধারন সম্পাদক কামরুল হাসান রচিনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি নেতা, রিপন, ফারুক, ফরহাদ, ২০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কালু, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা শেখ রকিব, মোঃ সজিব, শাহাদাত হোসেন, মোঃ আলী, সানি সরকার, জাহিদুর রহমান, মোঃ সেলিম, আশরাফুল আলম উৎসবসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।