নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি। তবে কোন অবৈধ প্রয়োজনে আমাকে পাবেন না। অবৈধ প্রয়োজনে ডাকলে তার বিরুদ্ধে থাকবো।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরে অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামীতে যে চারটি থানা কমিটি রয়েছে, আমি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে বলব আপনারা যাদের নেতৃত্ব দিবেন। তারা বসন্তের কোকিল হলে চলবে না। বিগত আন্দোলনে যাদের মাঠে পেয়েছেন, যারা পুলিশ ও শামীম বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিল তাদের নেতৃত্বে আনবেন।
তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বলেছেন স্বেচ্ছাসেবক দলসহ সকলকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলে কোন লুটেরা, চাঁদাবাজ নেই। আগামীতে এধরণের কোন লোকের উৎপত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।