বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নীরবে প্রোগ্রাম করতে হয়েছে, প্রশাসনের ভয় ছিল : সজল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৪, ২১ জানুয়ারি ২০২৫

নীরবে প্রোগ্রাম করতে হয়েছে, প্রশাসনের ভয় ছিল : সজল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমাদের নীরবে নিভৃতে অনেক প্রোগ্রাম করতে হয়েছে। কারণ প্রশাসনের ভয় ছিল। এখানকার লোকজন সেসময় আমাদের অনেক সহযোগীতা করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা আপনাদের পাশে থাকবো। যেকোন প্রয়োজনে আমাদের বলবেন, আমরা আপনাদের পাশে থাকবো।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর যুবদলের বিশেষ দোয়া ও শীতবস্ত্র, খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দুঃসময়ে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সেসময় বিভিন্ন সময় আমাদের দোয়ার অনুষ্ঠানগুলো এখানে করেছি। সেসময় প্রশাসনের অনেক চাপ ছিল। সেসময় এই খানকাহ ও এতিমখানার পরিচালক ও কমিটির লোকজন আমাদের অনেক সহায়তা করেছেন।