ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বিগত আন্দোলনে বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আগামীতে তারেক রহমান যে ৩১ দফা দাবী তুলেছেন সেটাও স্বেচ্ছাসেবক দল এগিয়ে নিয়ে যাবে। তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। বিএনপির নেতাকর্মীরা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আদর্শকে প্রতিষ্ঠা করবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলকে সবসময় সুশৃঙ্খল অবস্থায় দেখেছি। স্বেচ্ছাসেবক দল সবসময় আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। আমি তাদের সফলতা কামনা করছি।