হাসপাতালের সামনে রাস্তা বন্ধ করে সম্মেলন
নারায়ণগঞ্জে শহরের একটি হাসপাতালের সামনে রাস্তা বন্ধ করে উচ্চ শব্দে মাইক ব্যবহার করে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে করে হাসপাতালে থাকা রোগী ও সড়কে চলাচলকারী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হলেও কেউ ভয়ে প্রতিবাদ করেননি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় মেডিস্টার হাসপাতাল ও রেনেসাঁ ল্যাবের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর একদিন আগে রাত থেকেই সড়কের পুরো একপাশ বন্ধ করে মঞ্চ নির্মান করে ঐ একপাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
ঠিক যে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে বলছেন, জনগণ বিরক্ত হয় এমন কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে ফেলার ব্যাপারে নিরুৎসাহিত করছেন ঠিক এমন সময়েই নারায়ণগঞ্জে একটি হাসপাতালের সামনে মূল সড়ক বন্ধ করে দিয়ে কর্মী সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কর্মী সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানও উপস্থিত ছিলেন। এতে করে জনগণের কাছে নেতিবাচক বার্তা যাবে দলের পক্ষ থেকে এটাই মনে করছেন স্থানীয়রা।
হাসপাতালের সামনে মাইক লাগিয়ে উচ্চ শব্দে বক্তৃতা ও সড়কের একপাশ বন্ধে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের। এছাড়াও হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা ব্যাক্তিরাও পড়েছেন বিপাকে।
দুপুরে রাস্তার উপর নির্মিত মঞ্চে ও মূল সড়কে চেয়ার বিছিয়ে কর্মী সম্মেলন শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে বিপুল পরিমাণ নেতাকর্মীদের আগমন ঘটে এই এলাকায়। এর ফলে সড়কে সৃষ্টি হয় যানজটের।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন জানান, হাসপাতালের সামনে একপাশের রাস্তা পুরোপুরি বন্ধ। সমাবেশ উপলক্ষে পুরে এলাকায় মাইক লাগানো হয়। দুপুর থেকে শুরু হয়ে টানা কয়েক ঘন্টা উচ্চ শব্দে বাজতে থাকে এসকল মাইক। মাইকের শব্দে হাসপাতালে ভর্তি রোগীদেরও চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
এ ব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে মহানগর বিএনপির এক শীর্ষ নেতা জানান, এটি তাদের কেন্দ্রীয় নির্দেশনায় কর্মসূচি বলে তারা জানিয়েছে। সড়কে করার সিদ্ধান্তও সংগঠনের নেতারা নিয়েছেন।