বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদের রক্তের সাথে আমাদের বেইমানি করলে চলবে না : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৫, ২১ জানুয়ারি ২০২৫

শহীদের রক্তের সাথে আমাদের বেইমানি করলে চলবে না : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আজকে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে গণতন্ত্রকে যারা ফিরিয়ে এনেছে। সেসকল শহীদের রক্তের সাথে আমাদের বেইমানি করলে চলবে না। আমার নেতা তারেক রহমান আমাদের এ সরকারকে সাহায্য করতে নির্দেশ দিয়েছিলেন। মানুষ আশা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই নির্বাচন দিবে। কিন্তু আজ আমরা দেখছি নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আপনাদের ভবিষ্যতেও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা কী সেটা আপনারা জেনেছেন। জনগণের প্রয়োজনে স্বেচ্ছায় তারা মানুষের পাশে দাঁড়ায়। গত ষোল বছর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে ছিলেন।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। আমি আশা করবো আপনারা তারেক রহমানের এই ৩১ দফা নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি ঘরে পৌঁছে দিবেন।