দোয়া ও খাবার বিতরণ
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন মহানগর যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এই বিশেষ দোয়া ও খাবার বিতরণের আয়োজন করে যুবদল।
এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আপনাদের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। আপনারা তার জন্যেও দোয়া করবেন।