নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা বলেছেন, সবার আগে আমরা স্বেচ্ছাসেবক দলই বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে, আজ হাসিনা পালিয়েছে। আমরা বলেছিলাম রাইফেল ক্লাব থাকবে না। রাইফেল ক্লাবের জানালাও নেই। আমাদের দল এখনও ক্ষমতায় নেই। আমাদের নেতা এখনও বহু দূরে আছেন। আমাদের মা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, রাজীব আহসান ভাইরা রাজপথে গুলির মুখে বুক পেতে দিয়েছিল। এমন নেতার কর্মী আমি। তাই আমি আজ গর্ববোধ করি।
তিনি আরও বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দল যখন এটা মহানগর হয়নি তখন থেকে এ শহরে জুয়েল ছিল। সে আজ সতেরো বছর ধরে কারাবন্দী। সে আজও কারাগারে। আমি অনুরোধ করবো আপনারা এ ব্যাপারে কথা বলবেন। আমাদের এই নেতাকে যেন আর জেল খাটতে না হয়। তাকে যেন আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি।
তিনি আরো বলেন, যারা রাজপথে ছিল তারাই কমিটি পাবে। আমি কারও পক্ষে কথা বলি না৷ আমি আমার নেতৃবৃন্দের জন্য কথা বলি। রাজীব ভাই সবকিছুই জানে।