বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‘শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫২, ২৩ জানুয়ারি ২০২৫

‘শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না’

কম্বল বিতরণ অনুষ্ঠান

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা করেছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে সেটি করতে পারেননি। তবে আল্লাহপাক ঠিকই শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জের আমলাব এলাকায় এশিয়ান ইন্টারন্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, আগামীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করবেন। খালেদা জিয়াও সুস্থ হয়ে দেশে ফিরবেন।  

তিনি বলেন, রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতা ও নৈরাজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাউকে আর রূপগঞ্জের মাটিতে অপরাধ কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যারা অন্যায় করে তারা কোনো দলের নেতাকর্মী হতে পারে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। গোলাকান্দাইল ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য দেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা রজব আলী ফকির, রেজাউল করিম, গোলাম মোস্তফা, শাহীন মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, তারাব পৌর বিএনপি নেতা মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।

পরে গোলাকান্দাইল ইউনিয়নের ১ ও ২নম্বর ওয়ার্ডের দুই হাজার পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়।