বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবারও দেশকে অস্থিতিশীল করে তুলতে চেষ্টা করছে। নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা থাকতে তাদের এই আশা পূরণ হবে না। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার অনুরোধ করছি। এই সন্ত্রাসীদের কোন সন্ত্রাস করতে দেয়া হবে না।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীবসহ মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।