বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন ইস্যুতে উপজেলা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসূচি প্রতিহতে, কুমিল্লায় যুবদল নেতার হত্যার প্রতিবাদে ও রূপগঞ্জে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।