রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রতিটি ব্যাবসায়ী সংগঠনের নির্বাচন হতে হবে, একচেটিয়া দখল সহ্য করবো না : মাসুম বিল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিটি ব্যাবসায়ী সংগঠনের নির্বাচন হতে হবে, একচেটিয়া দখল সহ্য করবো না : মাসুম বিল্লাহ 

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জের প্রতিটি ব্যাবসায়ী সংগঠনের নির্বাচন হতে হবে। আমরা একচেটিয়া দখল সহ্য করবো না। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছি৷ সকলে যেন সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোসিয়ারী সমিতির ২০২৫-২০২৭ নির্বাচনের স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, হোসিয়ারী সমিতির নির্বাচন নারায়ণগঞ্জের ঐতিহ্য। গেটা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে ভোট দিবে। এটি সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র। প্রতিটি ব্যাবসায়ী যেন শান্তিতে ব্যাবসা করতে পারে, ভোটাররা যেন ভোট দিতে পারে সেজন্য আমরা প্রচেষ্টা চালাবো।

তিনি আরো বলেন, আপনারা ব্যাবসা করবেন। আপনাদের সুযোগ সুবিধা দেখে ভোট দিবেন। আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে হোসিয়ারী সমিতি একচেটিয়ে হয়ে গিয়েছিল। তাই আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। আপনারা বিজয়ী হয়ে আসলে এই প্রতিষ্ঠানটি যেন সুষ্ঠু ভাবে চলে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।