রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা আর কোন সন্ত্রাসীর হাতে জিম্মি হতে চাই না : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

আমরা আর কোন সন্ত্রাসীর হাতে জিম্মি হতে চাই না : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক পরিবার পালিয়ে গেছে আর নারায়ণগঞ্জ থেকে একটি সন্ত্রাসী পরিবার পালিয়েছে। নারায়ণগঞ্জে কী আপনারা নতুন কোন গডফাদারের জন্ম হতে দিবেন? আমরা আর কোন সন্ত্রাসীর হাতে জিম্মি হতে চাই না।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোসিয়ারী সমিতির ২০২৫-২০২৭ নির্বাচনের স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে ব্যাবসায়ী সংগঠনগুলোর নির্বাচন হত না৷ আমাদের কাছে যখন এবার তারা এসেছে আমরা বলেছি সিলেকশন হবে না, ইলেকশন হবে। আজ এই নির্বাচন করা কী আমাদের অপরাধ। আপনারা সম্মানিত হয়েছেন ভোটের অধিকার ফিরে পেয়েছেন। 

এই ব্যাবসায়ীদের গত ১৬ বছর ব্যাবসা করতে দেয়নি৷ আজ অনেকে নতুন নতুন ব্যাবসায়ী হয়েছে। আপনারা দালালি করেছেন। আপনারা বীরদর্পে ভোট দিবেন। কোন চাঁদাবাজদের আপনারা ভয় পাবেন না। সমস্ত রাজনৈতিক দল আপনাদের পাশে আছে।

আগে হোসিয়ারি সমিতির প্রাঙ্গনে নির্বাচন হত। তারা এটাকে কৌশলে নারায়ণগঞ্জ ক্লাবে নিয়ে গেছে। ভোটকে কেন আপনারা ভয় পান। আমি এই প্যানেলকে বলতে চাই৷ আগামী দিনে আপনারা পরাজিত হলেও ব্যাবসায়ীদের পাশে থেকে কাজ করবেন।

আমি হেসিয়ারী শিল্প পরিবারের সন্তান। আমরা ছোট থেকে এই শিল্পের সাথে জড়িত। ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি। কারও চোখ রাঙানিকে ভয় পাই না। আপনারা আর কোন গডফাদারের কাছে, কোন পরিবারের কাছে জিম্মি হবেন না। এই ফোরামকে বিজয়ী করলে আমরা আপনাদের প্রতিটি সমস্যা আপনাদের সাথে আলোচনা করে সমাধান করবো।

তিনি আরো বলেন, কোনদিন হোসিয়ারী মালিকদের কাছে কেউ চাঁদাবাজি ও দখলবাজি করতে চাইলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক তার সিদ্ধান্তকে বাস্তবায়ন করবো। কোন ব্যাবসায়ীকে আর চাঁদা দিতে হবে না।

আরো পড়ুন