রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ব্যাবসায়ী সংগঠন থেকে শুরু করে মসজিদ কমিটি পর্যন্ত এক দানবের প্রভাব ছিল : সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জে ব্যাবসায়ী সংগঠন থেকে শুরু করে মসজিদ কমিটি পর্যন্ত এক দানবের প্রভাব ছিল : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের সংস্কৃতি চালু হয়েছিল। নারায়ণগঞ্জেও এই সংস্কৃতি ছিল। কিন্তু নারায়ণগঞ্জে ব্যাবসায়ী সংগঠন থেকে মসজিদ কমিটিতে পর্যন্ত এক দানবের প্রভাব ছিল। পাঁচ আগষ্টে জনতার বিজয় হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের লাইচ্যুত গণতন্ত্রকে পুনরায় লাইনে ফিরিয়ে আনা। তাই আমরা বলেছি আইনজীবী সমিতি থেকে শুরু করে ব্যাবসায়ী সংগঠনগুলোতেও আমরা গণতান্ত্রিক ব্যাবস্থা প্রতিষ্ঠা করবো। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোসিয়ারী সমিতির ২০২৫-২০২৭ নির্বাচনের স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত ছিল। এর পেছনে হোসিয়ারী সমিতির অবদান রয়েছে। নারায়ণগঞ্জ থেকে এই হেসিয়ারী শিল্প সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিল। অথচ এটি শামীম ওসমান ও সেলিম ওসমান নিয়ন্ত্রণ করত। তারা যাকে মনোনীত করত তারাই নির্বাচিত হত। আপনারা কী এটা চান? আমরা চাই একটি গণতান্ত্রিক নির্বাচন। 

আমরা বলেছি আপনাদের গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। আজকের এই প্যানেল সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছে। পাঁচ তারিখের পরেও অনেকে সিলেকশনের মনোভাব পোষণ করে। আমরা এটা হতে দিবো না। আমরা বলতে চাই ভাল লেকদের নেতৃত্বে আনতে হবে৷ আজকের এই স্বতন্ত্র প্যানেলকে বিমুখ করলে তাদের মাঝে কনসেপ্ট তৈরি হবে হোসিয়ারী মালিকরা চায় জবরদস্তির মাধ্যমেই এখানে কমিটি হোক। তাই এ বছর আপনারা পরীক্ষা করে দেখুন নতুনরা আপনাদের জন্য কী করে। 

নারায়ণগঞ্জে গণতান্ত্রিক পরিবেশ আমরা ফিরিয়ে এনেছি৷ এই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনারা এই প্যানেলকে বিজয়ী করবেন৷ ভোটারদের আপনারা উৎসাহী করবেন।

তিনি আরো বলেন, আমি সবসময় আপনাদের পক্ষে আছি৷ সত্তরটি প্লট আপনাদের না দিয়ে আওয়ামী লীগের দোসরদের দেয়া হয়েছে। এই প্লটগুলোর ক্ষেত্রে যাদের বঞ্চিত করা হয়েছে কারণ তারা শামীম ওসমান সেলিম ওসমানের পদাঙ্কন অনুসরণ করতে পারেননি। আপনারা বিবেচনা করবেন কারা পনেরো বছর এই নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছে, সেলিম ওসমানের মুরিদ হয়েছে। এগুলো আপনারা বিবেচনা করবেন।