নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আজ এখানে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে এটাই আমাদের প্যানেলের সবচেয়ে বড় স্বার্থকতা। গত ১৬ বছর ভয়ভীতি দেখানো হয়েছে, নির্বাচন করতে দেয়া হয়নি। এভাবে জোর করে মানুষকে নির্বাচন বিমুখ করে রাখা হয়েছিল৷ এবারও অনেকে ভেবেছিল সিলেকশনের মাধ্যমে জিতে যাবে। এবার তাদের আশায় গুঁড়েবালি। হোসিয়ারী সমিতি কারও বাপ দাদার নাকি। আমাদের কারণে নির্বাচন হচ্ছে তাই অনেকের গা জ্বালা করছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোসিয়ারী সমিতির ২০২৫-২০২৭ নির্বাচনের স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, হেসিয়ারী সমিতির নির্বাচন সবসময় হোসিয়ারী সমিতির প্রাঙ্গনে হত। কখনও বিশৃঙ্খলার ইতিহাস নেই৷ তবুও এটাকে নারায়ণগঞ্জ ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করায় বলেছিল আমরা নাকি নির্বাচন বন্ধ করতে চাই৷ তাই আমরা এটা নিয়ে কোন বাড়াবাড়ি করিনি।
তিনি বলেন, বিসিকের ৭২টি প্লটের মামলা চলছে। এ মামলা শেষ করে আমরা প্রকৃত হোসিয়ারীদের মাঝে এই প্লট বিলি করবে৷ কাঞ্চনে হেসিয়ারী সমিতির ২৮০০ শতক সম্পত্তি রয়েছে। কাগজপত্রের জটিলতার কারণে এ জায়গাটা আটকে আছে। অতীত নেতৃত্বের ব্যার্থতার কারনে তারা এ জমি আনতে পারেনি। আমরা নির্বাচিত হলে এ জমি সকল হেসিয়ারী ব্যাবসায়ীদের মাঝে বন্টন করবো।
তিনি আরো বলেন, আমরা নির্বাচিত হতে পারলে সচিবালয় থেকে শুরু করে সকল ক্ষেত্রে আপনাদের দাবী দাওয়া নিয়ে আমরা যেতে পারবো এই নিশ্চয়তা আপনাদের আমি দিতে পারি। আপনারা যোগ্যতার ভিত্তিতে ভোট দিবেন। কোন ভয়ভীতিতে আপনারা বিচলিত হবেন না। ভোটারদের ভয়ভীতি দেখানো হলে তাদের আমরা লালকার্ড দেখিয়ে ছেড়ে দেবো।