নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, এই নির্বাচনটায় নির্বাচন না হয়ে পূর্বের মত সিলেকশনের পাঁয়তারা যখন করা হচ্ছিল তখন ভোটারদের অনুরোধে এই প্যানেল নির্বাচন করছে৷ জয় পরাজয় বিষয় না৷ আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করবেন। এটাই সবচেয়ে বড় প্রাপ্য।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোসিয়ারী সমিতির ২০২৫-২০২৭ নির্বাচনের স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা যে দলের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করি সেই দলের হয়ে গত ১৬ বছর আন্দোলন করেছি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। গণতন্ত্র অক্ষুণ্ণ থাকলে একটি রাষ্ট্র পৃথিবীর বুকে নিজেদের আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচয় দিতে সক্ষম হয়।
তিনি বলেন, ব্যাবসায়ীদের ওপর অনেক অনিয়ম হয়েছে। বাংলাদেশে আর কখনও সেটা দলের নামে হোক বা দলের বাইরে হোক আর দুর্নীতি করে কোন কিছু করা যাবে না৷ জয় পরাজয় কোন বিষয় না৷ যেকোন সমস্যার হেসিয়ারী সমিতির নেতৃবৃন্দদের পান আর না পান, এই প্যানেলের সদস্যদের পাবেন।
তিনি আরো বলেন, তারা স্বৈরাচারের দোসরদের নিয়ে প্যানেল করেছে বলে আমরা শুনেছি। এই স্বতন্ত্র প্যানেল আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। তাই আপনারা এই প্যানেলের সদস্যদের পাশে থাকবেন৷ পরিবর্তন দরকার, এটা আপনাদের আমাদের সকলের জন্য দরকার।