রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চমৎকার কমিটি, দলের স্বার্থে সম্মিলিত কাজ হবে : টুটুল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

চমৎকার কমিটি, দলের স্বার্থে সম্মিলিত কাজ হবে : টুটুল 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল বলেছেন, চমৎকার কমিটি হয়েছে। ব্যক্তি পছন্দ আলাদা হলেও দলের স্বার্থে সম্মিলিত কাজ হবে। নেতৃত্ব আল্লাহর দান। 

রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন। পরে কমিটির প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। 

জেলা বিএনপির কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন মোঃ মামুন মাহমুদ ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

টুটুল বলেন, নেতৃত্ব দেয়ার মালিক আল্লাহ। আল্লাহর ইচ্ছায় সব হয়। প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া। দায়িত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা।