ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচক্ষণতার পরিচয় দিয়ে কমিটি দিয়েছেন অতি অল্প সময়ের মধ্যে। আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো আমাদের লক্ষ অর্জন না হওয়া পর্যন্ত। আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি। মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম, খুন হয়েছে। তাদের প্রতি যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষার জন্য আমি সকলকে অনুরোধ করবো। আমাদের একটি দাবী পূরণ হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এখনও অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়নি। যতদিন নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন ও দায়িত্ব আমরা পালন করতে থাকবো। আমি সকলের সহযোগীতা কামনা করছি। এ দায়িত্ব আমি একা পালন করতে পারবো না৷ সকলের সহায়তা পেলে আমি এ দায়িত্ব পালন করতে পারবো।
রোববার (২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ পোস্টকে দেয়া এক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি।
বিগত সময়ে কমিটি থাকা কারো সাথে কোনরকম দূরত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করবো। কারও সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই। সকলে দায়িত্ব পালন করবে আমি আশা করছি। ব্যক্তিগত কোন বিরোধ নেই।
আওয়ামীলীগের কর্মসূচি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টারসহ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আমরা শুনেছি কিছু পোস্টার একটি নিষিদ্ধ সংগঠন লাগিয়েছে। নিষিদ্ধ সংগঠনের পোস্টার যারা লাগাচ্ছে তারা তো দেশবিরোধী কাজ করছে। এটা দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে।
তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের পর থেকে প্রশাসনে অস্তিরতা বিরাজ করছে। পাঁচ আগষ্টের পর সারা দেশের সকল থানা থেকে পুলিশ পালিয়ে গিয়েছিল। এখন আবার তারা কাজে যোগদান করছে। বিগত ১৫ বছর তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আমি মনে করি দায়িত্বশীল কাজের মাধ্যমে তারা তাদের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করবে। যেন জনগণ তাদের ঘিরে প্রশ্ন উত্থাপন করতে না পারে।