নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। অবশ্যই আমরা একসাথে মিলে নারায়ণগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যা যা করা দরকার তাই বিএনপি করবে। এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।
রোববার (২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ পোস্টকে দেয়া এক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি।
তিনি বলেন, আমরা সবাই মিলে এ দলটা করতে চাই। সকলকে নিয়েই বর্তমানে যারাই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তাদের মোকাবিলা করার জন্য আমরা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচক্ষণ ব্যাক্তি। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্ত আমাদের শিরোধার্য। তার সিদ্ধান্ত মেনে চলাই রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব।