বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে মহানগর বিএনপির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে মহানগর বিএনপির মিছিল

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। 

এসময় টিপু বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবারও দেশকে অস্থিতিশীল করে তুলতে চেষ্টা করছে। নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা থাকতে তাদের এই আশা পূরণ হবে না। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার অনুরোধ করছি। এই সন্ত্রাসীদের কোন সন্ত্রাস করতে দেয়া হবে না।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি'র সভাপতি আলহাজ্ব শাহেনশাহ আহমেদ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা ও ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার প্রমূখ।