বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিজের গ্যারেজে লিফলেট বিতরণের ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

নিজের গ্যারেজে লিফলেট বিতরণের ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা

আওয়ামীলীগের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে নিজের গ্যারেজে আওয়ামীলীগের লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সোনাকান্দা এলাকার জামানের অটোরিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুই দিন বন্দর উপজেলা কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করে তারা। কর্মসূচি শেষ দিনে, বুধবার যে কোন এক সময় নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও নেতাকর্মীরা। ওই ভিডিও আওয়ামীলীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ভাইরাল হবার পর তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তাদেরকে বিস্ফোরণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হবে।