আলোচনা সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। আওয়ামীলীগ গত ১৬ বছরে অনিয়ম ও দূর্নীতি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করায় অপচেষ্ঠা করেছে। উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে। ৩১ দফা বাস্তবায়ক করলে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামীলীগের নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে।
মঙ্গলবার সকালে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৈদ্যেরবাজার মাছ ঘাট এলাকায় আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ থাকাকালীন সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকা চাঁদাবাজি হয়েছে। আওয়ামীলীগের দোষরা পালিয়ে গেছে। এখন কারা চাঁদাবাজি ও দখলবাজি করছে?। আমরা কিন্তু জানি, তাদের হুশিয়ারী করে দিতে চাই। কর্মের ফল আগামীতে ভালো হবে না।
সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি হাজী মো.শফিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি গাজী মো. হারুনুর অর রশিদ, সোনারগাঁ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক হাজী মো. মোক্তার, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রহমান প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।