বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বৈধতা দেয়া ও সড়কে বাধাহীন চলাচলের দাবিতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বৈধতা দেয়া ও সড়কে বাধাহীন চলাচলের দাবিতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাস্তায় অটোরিকশা ফেলে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ শহরে বাধাহীন প্রবেশের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় মহিলা কলেজের সামনে রাস্তায় অটোরিকশা ফেলে সড়ক অবরোধ করেন অটোচালকরা।

এসময় অবরোধের কারণে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

অটোচালকরা জানান, আমাদের মূল শহরে প্রবেশ করতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা বলতে চাই, আমাদের শহরে অবাধে প্রবেশ করতে দিতে হবে। পাশাপাশি সকল অটোরিকশাকে বৈধতা দিতে হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের যানজট নিরসনে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। আপনারা সহজেই বলতে পারেন। কিন্তু আমাদের সীমিত জায়গায় কাজ করতে হয়। আমাকে সকলকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই এটা সফল হবে।

তিনি বলেন, আমরা সব সমস্যা হয়ত একসাথে সমাধান করতে পারবো না। এখানে সরকারের পলিসি ও আর্থিক বিষয় রয়েছে। আমাদের ইজিবাইক অন্যতম সমস্যা। এগুলোকে কয়েকটি পয়েন্ট থেকে যদি ঘুরিয়ে দিতে পারি। যে যে রুটের জন্য দেয়া সেই রুটের জন্য কালার করে রুট নির্ধারণ করে দিতে পারলে এর প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে। ইজিবাইক গুলোতে কালার করে রুট লিখে দিয়ে নাম্বার করে দিতে পারি।