বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা ইব্রাহিম সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা ইব্রাহিম সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

যুবলীগ নেতা ইব্রাহিম গ্রেফতার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাওলানা মামুনুল হক কান্ডসহ একাধিক মামলার আসামী যুবলীগ নেতা ইব্রাহিম (৪০) সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হয়েছেন। 

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নারী নির্যাতন মামলায় একটি গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে  গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে আদালতে।

গ্রেফতারকৃত ইব্রাহিম সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের বেইলর গ্রামের আবুল হাসেমের ছেলে। 

এলাকাবাসী জানায়, ইব্রাহিম স্থানীয় যুবলীগ নেতা। মাওলানা মামুনুল হক কান্ডের ঘটনায় সোনারগাঁও থানায় দায়ের করা মামলায় এজহার নমীয় ৪৬নং আসামী। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক দেলোয়ার হোসেন হত্যা কান্ডসহ তার বিরুদ্ধ একাধিক মামলা রয়েছে বলে গেছে।