নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান বলেছেন, আপনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তালিকা করে আমাদের দিন নয়ত প্রশাসনকে দিন। আমরা তাদের আইনের হাতে তুলে দেব। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। কোন স্বজনপ্রীতি করবেন না। আপনার আত্মীয়দের মধ্যে কেউ থাকলে তাদেরকেও পুলিশে দিন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা জনগণের পাশে আছি জনগণের পাশেই থাকবো৷ কোন সন্ত্রাস চাঁদাবাজদের প্রশ্রয় দিবেন না। জনগণের কষ্ট হয় এমন কোন কাজ আমরা করবো না। আমি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় থাকতে আহ্বান জানাচ্ছি।