বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাসিনার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের বিএনপিতে কোনো সুযোগ নেই : মামুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের বিএনপিতে কোনো সুযোগ নেই : মামুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কমিটিতে আহ্বায়কের প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

মামুন মাহমুদ বলেন, আগামীতে নারায়ণগঞ্জ জেলায় ১০ টি ইউনিটের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আমরা আলোচনা করব। খুব শিগগির নারায়ণগঞ্জে থেকে  সদস্য নবায়ন করা হবে।  ২০১৭ সাল থেকে যারা কমিটিতে ছিলেন তারা নবায়ন করতে পারবেন। ২০১৭ এর পর থেকে যদি কেউ দল ছেড়ে গিয়ে অন্য দলে গিয়েছে তাদের আর সদস্য পদ নবায়ন করতে দেওয়া হবে না। যারা ফ্যাসিস্ট হাসিনার সরকারি দলের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তাদেরও সদস্য ফরম পূরণ করার সুযোগ থাকবে না।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন।