
পরিচিতি সভা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পাঁচ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক কমিটি ঘোষণার পর তৃণমূলে কমিটি নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও জেলার শীর্ষ পাঁচ নেতার বৈঠকের মাধ্যমে কর্মীদের মাঝে আশার সঞ্চার ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতীতের দ্বন্দ্ব ভুলে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন জেলা বিএনপির শীর্ষ পাঁচ নেতা।
এর আগে ২০২২ সালে তৈমূর ও মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে তৈমূর দল থেকে বহিস্কার হলে সেসময় লাইম লাইটে চলে আসেন মামুন মাহমুদ। তবে জেলার অধীনস্থ ইউনিট কমিটিগুলো গঠন করতে দিয়ে সেসময় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনে গিয়াসউদ্দিনদের অনুসারীদের মাইনাস করার অভিযোগে দুই গ্রুপের সংঘর্ষে সম্মেলন পন্ড হয়ে যায়।
মামুন মাহমুদের সাথে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের দ্বৈরথ দীর্ঘদিনের। জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে একই সাথে মামুন মাহমুদ ও গিয়াসউদ্দিনের নাম রাখায় অনেকেই চমকে উঠেছিলেন। কমিটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছিল নেতাকর্মীদের মাঝে। তবে পরিচিতি সভায় দুই নেতা একসাথে বসার ঘটনায় জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার ঘটেছে।
অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সর্বদাই দলের প্রতি নিবেদিতপ্রাণ। জেলা বিএনপির বিগত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েও শেষ মুহুর্তে দলের ঐক্যের কথা ভেবে সরে দাঁড়ান তিনি। জেলা বিএনপির পরিচিতি সভায় শীর্ষ পাঁচ নেতাকে একসাথে দেখে উজ্জীবিত হচ্ছে তৃণমূল নেতাকর্মীরা।