
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ দশটি ইউনিটের নেতাকর্মীদের সাথে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে আজ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির পরিচিতি সভায় এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে বুধবার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পাঁচ নেতা বৈঠক করেন। এসময় পরস্পরের মধ্যে বিদ্যমান বিরোধকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।