বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লাখো সদস্য নবায়নের টার্গেট জেলা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

লাখো সদস্য নবায়নের টার্গেট জেলা বিএনপির

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হতে যাচ্ছে দু একদিনের মধ্যেই। দেশব্যাপী এ কার্যক্রম চললেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি না থাকায় এখনও পুরেদমে এ কাজ শুরু করতে পারেনি বিএনপি।

এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায়ই জেলাজুড়ে বিএনপির সদস্য সংগ্রহের কাজ শুরু করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। নারায়ণগঞ্জ জুড়ে লক্ষাধিক সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে বিএনপি মাঠে নামছে বলে জানা তারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা বিএনপির পরিচিতি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ এক নেতা জানান, শিঘ্রই জেলা বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জের সাতটি থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য নবায়ন কার্যক্রম শুরু করবে বিএনপি। জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের সদস্যদের নবায়নের আহ্বান জানাবো। আমরা আশা করছি নারায়ণগঞ্জ থেকে এবার লক্ষাধিক সদস্য নবায়ন করতে পারবো আমরা।