
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ ভাংচুর হয়।
তিনি বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।
তিনি আরো বলেন, এই শহরে আওয়ামীলীগের বাইতুল আমান, হিরা মহলসহ যেসব আস্তানা আছে ফ্যাসিস্টদের সব গুড়িয়ে দেয়া হবে।