বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের র‍্যালি  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের র‍্যালি  

প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি করেছে মহানগর ইসলামী ছাত্রশিবির

নারায়ণগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে মহানগর ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শহরের চাষাঢ়ায় এ র‍্যালি করা হয়। মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ শ্লোগান'কে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালিটি নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে শুরু করে প্রেসক্লাব হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

চাষাঢ়া শহীদ মিনারে র‍্যালি পরবর্তী বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের নেতা মাওলানা সাইফুদ্দিন মনির। 

তিনি বলেন, আর কোনো ফ্যাসিস্ট সৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবেনা। গুডবাই হাসিনা, গুডবাই ফ্যাসিস্ট। 

তিনি আরও বলেন, এদেশে ছাত্র শিবিরের ইতিহাস, ঐতিহ্য আছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। তিনি আরো বলেন বর্তমান প্রজম্ম ছাত্ররা জানে কিভাবে স্বৈরাচারী পতন করতে হয়। অতএব যারা জুলুম লুটতরাজে ব্যস্ত আছেন তাদেরকেও নতুন প্রজম্ম ছাড় দিবে না।

এসময় নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো ইসমাইল এর সভাপতিত্বে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিতে অংশ গ্রহণ করেন , সেক্রেটারী অমিত হাসান,দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, পাঠাগার সম্পাদক আল-হেলাল,মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় নারায়ণগঞ্জ মহানগর শিবির সভাপতি হাফেজ মো ইসমাইল বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে বাংলাদেশ ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।