
অধ্যাপক ইলিয়াস মোল্লা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যান বিষয়ক সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেছেন, আমরা দেখেছি এই নারায়ণগঞ্জে গোলাম আজমকে নিষিদ্ধ করা হয়েছিল। আর আমাদের নেতাদের নারায়ণগঞ্জবাসী এখানে নিয়ে এসেছে। যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল আজ তারা কোথায়? আজ নারায়ণগঞ্জবাসী আমাদের তাদের গ্রহণ করেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ইসদাইরে জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী দিনে যেন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন।