
হাফেজ ইসমাইল হোসেন
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইসমাইল হোসেন বলেছেন, আমরা নারায়ণগঞ্জকে নিয়ে বিভিন্ন মন্তব্য শুনি। যখন আমরা বিভিন্ন স্থানে পরিচয় দেই আমরা নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবির নিয়ে কাজ করি তখন তাদের একটা কথা থাকে। সেটা হলো, নারায়ণগঞ্জ মানে গডফাদার, নারায়ণগঞ্জ মানে সন্ত্রাস। এটা আমাদের লজ্জিত করে। আমরা আর লজ্জা পেতে চাইনা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ইসদাইরে জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে এ ধরনের শব্দ ব্যবহার হোক আমরা চাইনা। এজন্য নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলোকে বলবো, সন্ত্রাস হয়েছে এতদিন, আমরা আর সন্ত্রাস নারায়ণগঞ্জে চাইনা। ছাত্রদলের মাদক ও অস্ত্র দিয়ে তাদের জীবন ধ্বংস করা হয়। বিশেষ করে নারায়ণগঞ্জের কিশোর গ্যাংয়ের বড় একটা অংশ ছাত্র। আমরা রাজনৈতিক দলগুলোকে আহবান করবো ছাত্রদেরকে আর আপনারা এসব কাজে ব্যবহার করবেন না।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ভালো কোন প্রতিষ্ঠান নেই, ভালো কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই। আমরা এই সমাবেশ থেকে দাবি করবো অতি শিগ্রই যেন নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়।