
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদ কল্যান ট্রাস্টের কেন্দ্রীয় সহ সভাপতি জয় কে রয় চৌধুরী বাপ্পী
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদ কল্যান ট্রাস্টের কেন্দ্রীয় সহ সভাপতি জয় কে রয় চৌধুরী বাপ্পী বলেছেন, একটি বিশাল জনসভা যেখানে বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠনের স্লোগান দেয়া হয়েছে এর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান রইলো।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ইসদাইরে জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা গত ১৫ বছর একসাথে চা খেতে পারিনি। কেন তা আমাদের অজানা নয়। এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে কি আমরা এই ধরনের বৈষম্য দেখতে চেয়েছি? চাইনি কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। একই সাথে পাশাপাশি শ্মশান, গোরস্থান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ও সর্বপরি মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো।
এখানে আমরা সবার আগে মানুষ। এখানে প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সম্মান জানাতে হবে। গত ১৯ আগস্ট জামায়াতের আমীর কাফরুলে একটি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন, এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে, সবাই একসাথে আওয়াজ তুলবে, বলবে আমরা বাংলাদেশী। আমরা এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু নই, এই সংখ্যালঘু সংখ্যাগুরু কনসেপ্টের কবর রচিত হবে।