বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কারা তাদেরকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিচ্ছে, প্রশ্ন মাওলানা মাইনুদ্দিনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৫

কারা তাদেরকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিচ্ছে, প্রশ্ন মাওলানা মাইনুদ্দিনের

মাওলানা মাইনুদ্দিন আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের মুখে একটি সন্ত্রাসী পরিবার, কিছু সন্ত্রাসী লোক, শামীম ওসমানসহ বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনাসহ শামীম ওসমান পালিয়ে যাবার পরেও তাদের কিছু দোসর এখনো বাংলাদেশে অবস্থান করছে। আমরা বুঝতে পারিনি, এখনো তারা কিভাবে বাংলাদেশে অবস্থান করে। কারা তাদেরকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিচ্ছে? তারা যত বাংলাদেশে থাকবে তত বাংলাদেশে বিশৃংখলা সৃষ্টি হবেই। যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করার জন্য সরকারের কাছে আহবান জানাচ্ছি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ইসদাইরে জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, এত বছর যারা সরকার পরিচালনা করেছে তারা উন্নয়নের নামে সারা বছর শুধু লুটপাট চুরি ডাকাতি করেছে। দেশের সকল টাকা পয়সা লুটপাট করে চুরি ডাকাতি করে বিদেশে পাচার করে দিয়ে তারা এখন বিদেশে গিয়ে বিলাসী জীবন যাপন করছে। আর বাংলাদেশে নারায়ণগঞ্জে উন্নয়নের নামে লুটপাট ছাড়া কিছুই করেনি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে কোন মেডিকেল কলেজ করেনি, রাস্তাঘাটের সংস্কার করেনি, হকারদের পুনর্বাসনের কোন ব্যবস্থা করেনি, নারায়ণগঞ্জের মানুষের জন্য কোন কল্যানকর কাজ করেনি। শীতলক্ষ্যা নদীর পানিকে ব্যবহার অনুপযোগী করে ফেলেছে। তারপরেও তারা অনেক বড় লম্বা লম্বা করে বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আজকে দেশের মানুষ বুঝতে পেরেছে, তাদেরকে আর কোন দিন ফিরে আসতে দেয়া যাবেনা। বাংলাদেশের মানুষ আর কখনোই তাদেরকে এদেশে ফিরে আসার সুযোগ করে দেবেনা। 

একটি সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য এখন থেকে আমরা সর্বদা চেষ্টা করবো ইনশাআল্লাহ।