বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিল্ডিং ভাঙলে বিল্ডিং করা যায়, খুন করলে মানুষ ফেরানো যায়না : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বিল্ডিং ভাঙলে বিল্ডিং করা যায়, খুন করলে মানুষ ফেরানো যায়না : রাজীব

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজীজুল ইসলাম রাজীব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মব কালচারের বিপক্ষে। আমরা মব কালচারের পক্ষে নই। আমরা চাই তাদের আইনের আওতায় এনে তাদের বিচার কার্যকর করা হোক। প্রশাসন যদি এসকল হত্যাকাকারীদের আইনের আওতায় নিয়ে আসত তাহলে মানুষ এভাবে আইন নিজের হাতে তুলে নিত না। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

রাজীব বলেন, আপনারা জানেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে। প্রশাসনের কাছে আমার প্রশ্ন, তারা কর্মসূচি দেয়ার সাহস কীভাবে করে। প্রশাসন যদি হত্যাকান্ডের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসত তাহলে তারা এ সাহস করত না। 

তিনি আরও বলেন, একটা বিল্ডিং ভাঙলে বহু বিল্ডিং করা যায়। কিন্তু একটা মানুষ খুন করলে কিন্তু মানুষ ফিরিয়ে দেয়া যায় না। আপনারা আবার দেশে ফিরতে চান। আপনাদের লজ্জা থাকা উচিত। শেখ হাসিনাকে বলা হয়েছিল এই পরিস্থিতিতে আপনি কোন বক্তব্য দিবেন না। কিন্তু তিনি তা আমলে নেননি। আমরা মব জাস্টিস চাই না। কিন্তু আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করবে সেটা বাংলাদেশে হতে দেয়া যায় না। 

তিনি বলেন, আমাদের আরও কঠিন পথ পাড়ি দিতো হবে। আপনারা বাড়িঘর ভাঙার ব্যাপারে অনেক উৎসাহী। কিন্তু সেই ভারতীয় হাই কমিশন ঘেরাও করলেন না, যে হাসিনা কীভাবে ভারতে বসে বক্তব্য দেয়। যে কাজ করতে ধৈর্য্য লাগে, সময় লাগে। সে কাজ আপনারা করতে চান না। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে।