বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগণকে সঙ্গে রাখবেন, আমরা পালিয়ে যেতে চাই না : অধ্যাপক মামুন মাহমুদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

জনগণকে সঙ্গে রাখবেন, আমরা পালিয়ে যেতে চাই না : অধ্যাপক মামুন মাহমুদ 

সংবর্ধনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা দায়িত্ব পেয়েছি আমরা যে শিক্ষা গ্রহণ করেছি। আমি আমার নেতাকর্মীদের বলব জনগণকে সঙ্গে রাখবেন। আমরা পালিয়ে যেতে চাই না। এ দায়িত্ব মজা কিংবা ভোগের বিষয় নয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন সেজন্য আপনাদের আমি শুভেচ্ছা জানাই। দোয়া করবেন আমার ওপর অর্পিত দায়িত্ব যেন আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের সংগঠিত করে রাজপথে রেখেছেন। আমরা যুদ্ধ করেছি কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা জীবন দিতেও পিছপা হয়নি। কত রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়েছে। 

একটি পরিবার নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে। মানুষ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব এমন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে কোন বৈষম্য থাকবে না। আপনাদের ভোটে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে আমরা শাসনব্যাবস্থায় গিয়ে কী করবো তাই হল ৩১ দফা। আমাদের নেতা যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের নিয়ে কাজ করবো।

গত পনেরো বছর জনগণের সরকার ছিল না। তারা জনগণের সরকার নয়। তারা পরিবারতন্ত্র কায়েম করেছিল। ফ্যাসিবাদতন্ত্র থেকে বেরিয়ে আমরা গনতন্ত্রের জন্য কাজ করবো। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিবো। 

আপনারা কী চান আমি এ দায়িত্ব নিয়ে ভূমি দখল করি, ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণ করি। তাহলে আপনারা যেভাবে আমাকে দেখতে চান আমি সেভাবে পরিচালিত হব। জনগণের বিরুদ্ধে যায় এমন কোন কাজ আমার নেতাকর্মীরা করবো না। আগে দেখেছি মিছিল করেই গিয়ে বাড়ি দখল করত, ফ্যাক্টরি দখল করত। আমরা চাই আমাদের নেতাকর্মীরা জনগণকে নিরাপত্তা দিবে। আমরা এমন নেতাকর্মী চাই যারা জনগণকে স্বস্তিতে রাখবে।

আমাদের দলে লুটেরা নেই। আমাদের দলে কোন গডফাদার নেই, কোন গডফাদারের জন্ম হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ তার নেতাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়নি। কিন্তু আমাদের নেতাদের দিকে তারেক রহমানের দৃষ্টি রয়েছে। কেউ অন্যায় করলে পার পাবে না।

এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, বিএনপির নেতা শামসুদ্দিন শেখ, বাবুল প্রধান, জাহাঙ্গীর আলম, মো: মাসুদ, আফজাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি  ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।