
বিএনপির সমাবেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩১ দফা দাবীর প্রচারণার অংশ হিসেবে সমাবেশ করেছে রূপথানা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রূপগঞ্জ ইউনিয়নের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, ৩১ দফার জন্য আমরা সবাই মিলে কাজ করবো। আমরা প্রস্তুত আছি। আমরা হারবো না, বিজয় আমাদের হবেই৷ কারণ আমরা সত্যের পক্ষে আছি। আমরা স্বৈরাচার ও অপশক্তির বিরুদ্ধে আছি।
তিনি আরো বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান ভয় পাননি। তিনি জীবন দিয়েছেন। কিন্তু মানুষের জন্য কাজ করেছেন তিনি ভয় পাননি। আমি দেখেছি, আমি সেসময় যুবদলের নেতা ছিলাম। একটা মানুষের জীবনের শেষ যাত্রায় সবচেয়ে বড় পাওয়া হল একটা বড় জানাজা। আমাদের নেতা এটা পেয়েছেন৷
এসময় জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।