
শরীফ আহমেদ টুটুল
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো৷ জনগণের সাথে থাকবো। আমরা ঐক্যবদ্ধ থাকলে রূপগঞ্জে অন্য যারাই আছে, কেউ আমাদের সাথে পারবে না।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রূপগঞ্জ ইউনিয়নে বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌছে দিতে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা জনগণের পাশে থাকবো৷ এই ৩১ দফা আমরা জনগণের কাছে পৌছে দেবো। তাদের সাথে থেকে ৩১ দফা তাদের বোঝানোর চেষ্টা করবো যে ৩১ দফার কার্যকারীতা কী।