
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দীর্ঘদিন ধরে আহবায়ক কমিটি হিসেবেই থেকে মেয়াদোর্ত্তীর্ণ হলেও অদ্যবধি সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি কিংবা মহানগরের অংশিক আহবায়ক কমিটিকেও পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করতে পারেনি।
এ ছাড়াও সম্প্রতি দলের জোটের এক নেতার একটি অভিযোগ আমলে নিয়ে দ্রুত মহানগর বিএনপির কমিটি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। যেকোন সময়ে নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্র।
দলের হাই কমান্ডের নির্বাহী কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে কয়েকটি কমিটি জমা পড়েছে কেন্দ্রে। এসব জমা পড়া কমিটি আমলে নেয়নি কেন্দ্র। তবে রাজপথে বিগত দিনে সক্রিয় ও ৫ আগস্টের পূর্ব ও পরবর্তী সময়ে ক্লিন ইমেজের নেতাকে দলের পদের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে।
নির্বাহী কমিটির একজন শীর্ষ নেতা জানান, দ্রুততম সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানগর বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। তিনি বিচক্ষণ এবং তিনি রাজপথের ও ক্লিন ইমেজ সংক্রান্ত সকল সংগৃহিত তথ্য বিবেচনা করে নতুন নেতৃত্বের হাতে কমিটি তুলে দেবেন।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খানকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে কমিটিতে থাকা ১৫ জন বিদ্রোহী নেতা কমিটি থেকে পদত্যাগ করেন। তার পর থেকেই মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে যায়। আর বিভক্ত হওয়া আকাংশ বিএনপিতে থাকা পুরাতন বহিষ্কৃত নেতাদের সাথে একত্রিত হয়ে মহানগর বিএনপির বিদ্র্রোহীরা আলাদাভাবে রাজপথে কাজ করছে।