বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২৫ তারিখ জেলা বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

২৫ তারিখ জেলা বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবেশ ডেকেছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সমাবেশটির আয়োজন করবে।

রোববার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। ইতোমধ্যে সমাবেশকে ঘিরে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদ মোকাবিলার দাবীতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এদিকে সমাবেশের খবরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন, আলাদা আলাদা প্রস্তুতি সভাও করবেন তারা।

এছাড়াও নারায়ণগঞ্জের পাঁচ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরাও সমাবেশকে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে জানিয়েছে দলটির নেতারা।