বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্দোলনের মত মাঠের রাজনীতিতেও সরব সায়েম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আন্দোলনের মত মাঠের রাজনীতিতেও সরব সায়েম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ থানা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম যেমনি বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে সরব ছিলেন তেমনি রাজপথে দলের রাজনীতিতেও রয়েছেন সরব। বিগত ৫ আগস্ট পূর্ববর্তী আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে তাকে সরব দেখা গেছে। বিএনপির যেকোন কর্মসূচীতেও ছিলেন সক্রিয়। 

সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম রাজনীতির মাঠে বিএনপি ও জিয়া পরিবারের প্রশ্নে কখনো আপোষ করেননি। রাজনীতিতে সক্রিয় থেকে সর্বোচ্চ কঠিন কর্মসূচী হরতাল অবরোধের মত দিনেও ছিলেন সক্রিয়। 
দলীয় যেকোন সভা সমাবেশে পুলিশি গ্রেপ্তার হামলা মামলার ভয় উপেক্ষা করে নিজ অনুগত নেতাকর্মীদের নিয়ে সব সময় সরব ছিলেন এই নেতা। তার আন্দোলনমুখী নেতৃত্বের প্রশংসা করেন জেলা বিএনপির ও রূপগঞ্জ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে রূপগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী ও সক্রিয় করার পাশাপাশি ঐক্যবদ্ধ রাখতে কাজ করছেন এ নেতা। তার সক্রিয়তা ও মাঠের দুরদর্শীতা তৃণমূলের নেতাকর্মীদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে।