বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কোন আসনে কত ভোটার বেড়েছে, মোট ভোটার ও কেন্দ্র কত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে কোন আসনে কত ভোটার বেড়েছে, মোট ভোটার ও কেন্দ্র কত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে এবার ভোটার তালিকা হালনাগাদে প্রায় লক্ষাধিক ভোটার সংযুক্ত হয়েছেন। জেলার ৫টি আসনে মোট ভোটারদের তালিকা প্রস্তুত প্রায়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জের মোট পাঁচটি আসনে সম্ভাব্য ভোটার সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন। আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, সব থেকে বেশি ভোটার রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। এই আসনের ভোটার ৬ লাখ ৯৪ হাজার ২০৭ জন। এবার নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটার বেড়েছে ৬১ হাজার ৫৮৫ জন। ভোটকেন্দ্র ২৩১টি ও বুথ ১৫৬২ টি।

অন্যদিকে, সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)। এই আসনে ভোটার ৩ লাখ ৩১ হাজার ৭৭৯ জন। ভোটকেন্দ্র ১১৭টি ও বুথ ৭৪১টি। গতবার এই আসনে ভোটার ছিল ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। এবার নারায়ণগঞ্জ-২ আসনে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৭৯৮ জন। এছাড়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। গতবার এই আসনে ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ৭৯০ জন। ভোটকেন্দ্র ১২৮টি ও বুথ ৮১৭টি। এবার ভোটার বেড়েছে ৩৬ হাজার ২২২ জন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে এবার ভোটার হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৭২০ জন। ভোটকেন্দ্র ১৩১টি ও বুথ ৭৭১টি। গতবার ভোটার ছিল ৩ লাখ ৩ হাজার ৮৩৭ জন। ভোটার বেড়েছে ৪০ হাজার ৮৩১ জন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ২৯৯ জন। ভোটকেন্দ্র ১৭৫টি ও বুথ ১০৯২টি। গতবার ভোটার ছিল ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। এবার এই আসনে ভোটার বেড়েছে ৫০ হাজার ৬৮৩ জন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রমতে, দ্বাদশ পাঁচটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৯ জন। ভোট কেন্দ্র বেড়েছে ৭৮২টি। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৪৫৯ জন ও নারী ১ লাখ ১৯ হাজার ৩৪৫ জন। এবার নতুন ভোটার হয়েছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৩৬ হাজার ২২২ জন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৪৭ হাজার ৭৯৮ জন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ৪০ হাজার ৮৩১ জন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ৬১ হাজার ৫৮৫ জন। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ৫০ হাজার ৬৮৩ জন নতুন ভোটার হয়েছেন।