বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৮ দিনের রিমান্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

৮ দিনের রিমান্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনটি পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতিকে জিজ্ঞাসাবাদে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালতে গ্রেপ্তার মতিকে পৃথক ৩টি মামলায় মোট ২১ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় সাবেক প্যানেল মেয়র মতিকে সিদ্ধিরগঞ্জের ইমন হত্যাকাণ্ডে ৩ দিন, মোস্তফা কামাল হত্যাকাণ্ডে ৩ দিন ও হোসাইন হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

এর আগে নারায়ণগঞ্জের একাধিক মামলায় মতিউর রহমান মতিকে জিজ্ঞাসাবাদে রিমান্ডে নেয় পুলিশ। গত ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।